ধর্ষণের শিকার নারীকে উদ্ধারে সহায়তা : অটোরিকশা চালককে পুরস্কৃত করলো চাঁদপুর জেলা পুলিশ
গত ২২ মে হাজীগঞ্জ শহরে ঘুরতে আসা ঐ নারীকে একদল লম্পট ধর্ষণ করে সিএনজি অটোরিকশায় উঠিয়ে দেয়। অটোরিকশায় উঠে ঐ নারী কাঁদতে থাকেন। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করেন চালক। নারীর কাছ থেকে পুরো ঘটনা শুনে চালক ফোন করেন হাজীগঞ্জ থানা পুলিশকে। পুলিশ রাতেই ঐ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন ঐ নারী চার জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ইতািমধ্যে দুই জন আসামিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। বাকি দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, এই চালককে দেখে অন্যরা যেন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে উৎসাহী হয়, সে জন্য তাকে পুরস্কৃত করা হলো।
ধর্ষণের শিকার এক নারীকে উদ্ধারে সহায়তা করায় এক অটোরিকশাচালককে পুরস্কৃত করেছে পুলিশ। গত বৃহস্পতিবার চালকের হাতে পুরস্কার তুলে দেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ।