দপ্তরির হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষিক
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল পরিস্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে দপ্তরি মো. রকিব খানের বিরুদ্ধে।
মো. রকিব খান উপজেলার পাগলা থানার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসাবে কাজ করেন। রকিব খান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা খানমকে মারধর করেন।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলার পাগলা থানার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনার লিখিত কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে, এ ঘটনার পর পুলিশ স্কুল পরিদর্শনে গিয়ে দপ্তরি রকিব খানকে খোঁজা হলেও তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, করোনায় বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাসাইমেন্ট দিচ্ছেন ও সংগ্রহ করছেন। সকাল থেকেই এ কাজে ব্যস্ত ছিলেন নিলুফা খানমসহ বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরের দিকে দপ্তরি রকিব আসলে ঝাঁড়ু দিয়ে বিদ্যালয় পরিস্কার করতে বলেন। এতে রকিব কিছুটা ক্ষিপ্ত হয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রকিব খান কিল, ঘুসি ও খুন্তি দিয়ে প্রধান শিক্ষিকার নিলুফার মাথার আঘাত করেন।
এ বিষয়ে বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নিলুফা খানম বলেন, শিক্ষক নেতাদের পরামর্শ করে পর্রবর্তী ব্যবস্থা নেযা হবে।
এ বিষয়ে গফরগাঁও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সবুজ মিয়া বলেন, ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যতটুকু জানতে পারছি, প্রধান শিক্ষিকা ও রকিব আত্মীয়। পুর্বের কোন বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।