স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা মারা গেছেন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন। মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এএমজেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। ফৌজিয়া মালেক এএমজেট হাসপাতালে লাইফ সাপোর্টে অত্যন্ত সংকাটপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি'র মা'য়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।