শিরোনাম

South east bank ad

বলরামপুর ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনা

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়ন পরিষদের ২০২১- ২২ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে বাজেট সভার মাধ্যমে ২০২১- ২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়। এতে সভাপতিত্ব করেন, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান। ইউপি সচিব মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় উম্মুক্ত বাজেটের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান বকুল। সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রণীত খসড়া বাজেটটি ব্যাপক আলোচনা –পর্যালোচনার পর ৯৮,৫০,০০০/- টাকা আয় ও ৯৮,৫০,০০০/- টাকা ব্যয় ধার্য্য করণ পূর্বক ইউপি উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বাজেটটি গণমূখী ও কল্যাণমূখী হয়েছে বলে আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় মন্তব্য করেন। উম্মুক্ত বাজেট সভায় বলরামপুর ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি সংগঠনের ব্যক্তিবর্গ, সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: