চাঁদা না দেওয়ায় ইট ভাটায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ী জেলা শহরের চরলক্ষীপুর ৭ নং ওর্য়াডে অবস্থিত মেসার্স সরদার ব্রাদার্স এন্ড ব্রিক্স্ চাঁদা না দেওয়ায় ইট ভাটায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ মালিক মোঃ আফসার সরদারের।
এদিকে অভিযুক্তরা বলছেন, ক্রয়কৃত ইট আনতে গেলে মালিক পক্ষের লোকজন তাদের লাঞ্চিত করে এবং উল্টা তাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।
ভাটা মালিক মোঃ আফসার সরদার বলেন, নতুন বাজর ও আশেপাশের এলাকার কিছু সন্ত্রাসী যারা মাদক সেবনকারী, চাঁদাবাজ। ইতিপূর্বে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা আমার নিকট ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কিন্তু সরদার ব্রাদার্স কতৃপক্ষ এই অন্যায় দাবি মেনে না নেওয়ায় বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছিল।
শর্বশেষ আজ ২৬.৫.২০২১ তারিখ দপুর আনুমানিক ২টার সময় ১৫ থেকে ২০ টি মটরসাইকেল যোগে আবুল কালাম আজাদ বাবু ও সমুন সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসী বাহিনী রামদা ও হকস্টিক দিয়ে অফিস এর থাইগ্লাস ভাংচুর করে এবং নগদ সাড়ে পাঁচ লাখ টাকা, ইসলামি ব্যাংক রাজবাড়ী জেলা শাখা ও রুপালি ব্যাংক রাজবাড়ী পৌর শাখার দুইটি চেক বুক লুট করে নিয়ে যায়। এবং প্রাণনাশ এর হুকুকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বাবু বলেন, আমি আফসার আলী সরদারের ভাটায় যায়নি বা তার সাথে আমার কোন ঝামেলাও নেই। তার কাছ থেকে আমার বড় বোন রুবি ৫ লাখ টাকা দিয়ে ১ লাখ ইট ক্রয় করে। কিন্ত তিনি সঠিক সময়ে ইট বুঝিয়ে দেয়নি। তার কাছ থেকে ইট নিতে আজ আমার বোন,মা সহ ইট আনতে গেলে তিনি ও তার লোক জন তাদের ইট না দিয়ে লাঞ্চিত করে এবং তার অফিসে আটকে রাখে। পরে আমাদের লোকজন গিয়ে আমার বোন ও মাকে উদ্ধার করে। কিন্তু তার অফিসে কোন রকম ঝামেলা করা হয়নি।
এ বিষয়ে বাবুর বোন মোছাঃ রুবি বেগম বলেন, আমি ২০২০ সালে মোঃ আফসার আলি সরদারের কাছ থেকে পাঁচ লাখ টাকায় এক লাখ ইট ক্রয় করি, যার চালান নং-৫৬০১। ক্রয়কৃত ইট আনতে গেলে আফসার সরদার ইট দিতে অস্বীকার করে। এ নিয়ে বাকবিত-ার এক পর্যায়ে আফসার ও তার লোকজন আমাদের লাঞ্চিত করেন।
এদিকে ইটভাটা মালিক আফসার আলী সরদার ওই নারীকে লাঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন রুবি বেগম নামে একজন ক্রেতা আমার কাছ থেকে ইট ক্রয় করেছেন তিনি নিয়মিত ইট নিচ্ছেন। কিন্তু আজকে যারা আমার ভাটায় এসে হামলা চালিয়েছে তাদের সাথে আমার কোন রকম ব্যবসায়ীক সম্পর্ক নেই। এরা এলাকার চিনহৃত মাদক ব্যবসায়ী। আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল বেস কিছু দিন যাবত। চাদাঁ না দেওয়ায় আজকে আবুল কালাম বাবু ওরফে ইয়াবা বাবু আজ আনুমানিক বেলা ২ টার সময় ২০/২৫ জন সন্ত্রাসী আমার প্রতিষ্ঠান হামলা চালিয়ে ভাংচুর করে। তিনি আরো বলেন এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আফসার সরদারের ইট ভাটায় একটি ঘটনা ঘটেছে এবিষয়ে তিনি এক্িট লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।