শিরোনাম

South east bank ad

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড়ের প্রভাবে সীমিত আকারে চলছে ফেরি

 প্রকাশ: ২৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা ও যমুনা নদীতে বেড়ে গেছে ঢেউ যার ফলে সীমিত ফেরি চলাচলের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

বুধবার (২৬ মে) সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট থাকার বিআইডব্লিউটিসি'র কর্তৃপক্ষ সূত্র মতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এ নৌরুটে পদ্মা- যমুনা নদীতে প্রচুর ঢেউ বেড়েছে। বর্তমান এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫ টি ফেরি চলাচল করছে। ঘূর্নিঝড় ইয়াসের কারনে ছোট বড় মিলে ৭ টি ফেরি জরুরি যানবাহন পারাপারের জন্য চলাচল করছে।নৌ দুর্ঘটনা এড়াতে এই জরুরী সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এ নৌরুটে ফেরি সীমিত চলাচলের কারণে মহাসড়কের দুই পাড়ে বেড়েছে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন এর সিরিয়াল।

এদিকে নদীতে বেশি বাতাস বয়ে যাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে লঞ্চ কর্তৃপক্ষ। এ নৌরুটে লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ পারাপার হওয়া যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

দৌলতদিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিএ'র সহকারি প্রকৌশলী কারিগরি পাপ্পু কুমার প্রামানিক বলেন, নদীতে ঢেউ কমে গেলে বা পরিস্থিতি স্বাভাবিক থাকলে লঞ্চ ও ফেরি আবার আগের মত স্বাভাবিক চলাচল করবে।

দৌলতদিয়া ঘাট নৌ ফাঁড়ির ওসি মুন্নাফ হোসেন বলেন আমরা ফোর্সসহ নৌরুটে টহল দিচ্ছি। যেন কোন যাত্রীসাধারণ ফেরি ছাড়া কোনো ট্রলার বা স্পিডবোটে পারাপার না হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: