বাগেরহাটের পানগুছি নদীতে জালে আটকা ডলফিনের মৃত্যু
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেহাটের মোরেলঞ্জ পানগুছি নদীতে একটি ডলফিন ধরা পড়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বারইখালী গ্রামের মাওলানা আব্দুল হাই এর ঝাঁকি জালে আটকা পরে এই ডলফিনটি। জালের সাথে ডলফিনটি উপরে তোলার কিছুক্ষণের মধ্যে মারা যায়।
এ সম্পর্কে ওয়াইল্ড লাইফ পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) নির্মল কুমার বলেন, ডলফিনটি কি কারনে মারা গেল তা অনুসন্ধান করা হবে। ডলফিন সংরক্ষন দল এটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠাবে।