ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করায় বাচ্চু মিয়া নামে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬৯টি স্পিড, ২২ টি, আফি ম্যাংগো জুস ৬টি ও ওয়াইল্ড ব্রিউ ধ্বংশ করে।
মঙ্গলবার (২৫ মে) বিকালে উপজেলার খারুয়া বাসস্ট্যান্ড বাজারে অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ কোন পণ্য বাজারে বিক্রি হচ্ছে কিনা দেখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে উপজেলার হারুয়া বাজারের ডিলার বাচ্চু মিয়ার দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ১৬৯ টি স্পিড, ২২ টি আফি ম্যাংগো জুস ও ৬ টি ওয়াইল্ড ব্রিউ কোমল পানীয় রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।