জয়পুরহাটে অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ
আজ মঙ্গলবার জয়পুরহাট জেলা প্রশাসন এর আয়োজনে করোনা ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে অসচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তা ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ ভাইরাস সংক্রমণজনিত কারণে জয়পুরহাট জেলার সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের অনুকূলে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুরহাট এর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, করোনা প্রাদুর্ভাবের কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অসচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।