৯৩০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ২৪/০৫/২০২১ইং তারিখ দুপুর ১৪.৫০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রিত নগদ ৭,১১০/- টাকা এবং মোবাইলসহ শারমিন আক্তার জেসমিন (৪২),জেলা- কুমিল্লা ও রাজীবুল হাসান @ রাজীব (৩৫),জেলা- মুন্সিগঞ্জকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজোশে বেশ কিছুদিন যাবত কক্সবাজার হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।