শিরোনাম

South east bank ad

আড়াইহাজার ফেরিঘাটে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয়ের সন্ধান মেলেনি, পুলিশি দায়িত্বে দাফন

 প্রকাশ: ২৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

গত ২৩-০৫-২০২১, রোজ রবিবার, আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায়, ফেরিঘাটে যাওয়া রাস্তার পাশে, উদ্ধার করা অজ্ঞাত লাশের এখনো কোন পরিচয়ের সন্ধান মেলেনি। ফলে, উদ্ধারের ২৪ ঘণ্টা পর পুলিশ দায়িত্বে দাফন করা হয় ঐ মৃত ব্যক্তির লাশটি।

আড়াইহাজার ফেরিঘাটে রাস্তার পাশে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মৃত পুরুষের অজ্ঞাত লাশ। পুলিশ সেই লাশকে, আড়াইহাজার থানায় নিয়ে তদন্ত করার জন্য কাজ করেন। কিন্তু, উদ্ধারের ২ দিনের মাথায়ও খুঁজ মেলেনি মৃত ব্যক্তির পরিচয়। নাম, ঠিকানা কিংবা আত্নীয় স্বজনেরও সন্ধান মেলেনি কোনভাবে। ফলে পুলিশ দায়িত্বে মৃত লাশের দাফন করা হয়।

গত সোমবার (২৪-০৫-২০২১), বেলা দুপুরের দিকে, আড়াইহাজার উপজেলার গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে, গোপালদী পৌরসভার উক্ত ওয়ার্ড কাউন্সিলর ও গোপালদী পৌর শেখ রাসেলের সদস্যদের সহযোগিতায় মৃত লাশটির দাফন সম্পূর্ণ হয়।

গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বে থাকা এস.আই সফিউদ্দিনের সাথে ফোনে কথা বলে জানা যায়, " উদ্ধারের দিন থেকেই পুরো উপজেলা সহ আশেপাশের সব কয়েকটি থানায়, উদ্ধারকৃত লাশের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ডায়েরিতেও জিডি করা হয়েছে। তবে, লাশটির সকল তথ্য শরীর থেকে সংগ্রহ করা শেষ হলে এবং কোনো স্বজনের বা নিটক-আত্বীয়ের খুঁজ না পাওয়ায়, লাশের পচনের দিক লক্ষ্য করে, দাফনের সিদ্ধান্ত নেন তাঁরা। পুলিশ ডায়েরিতে মৃত লাশের পরিচয় - অজ্ঞাত নামা লাশ(পুরুষ), বয়স আনুমানিক - ৪০/৪৫ বছর, তদন্তে থাকা- গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্র। ডায়েরি নং- ৬০১, দায়িত্বে থাকা কর্মকর্তা - উক্ত পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই সফিউদ্দিন।"

তিনি আরো বলেন, লাশের সন্ধানে পুলিশ এখনো কাজ করছে। তবে, লাশের মৃত্যু গাড়ির আঘাতেই হয়েছে বলে তাঁরা জানান।
সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের খুব শীঘ্রই আইনের আওতায় এনে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদেরকে তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: