শিরোনাম

South east bank ad

রামপালে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

 প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

বাগেরহাটের রামপালে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। উপজেলার তেঘরিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ছোটনবাবপুর হাফেজিয়া মাদরাসার উদ্দেশ্য শুক্রবার বিকেলে বেরিয়ে যায় ওই শিক্ষার্থী। এরপর থেকে মাদরাসাসহ তাদের কোন আত্মীয়ের বাড়ীতেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রবিবার দুপুরে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং ৮৩৯, তারিখ ২৩.০৫.২০২১।

থানার ডায়েরী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা আশ্বাদ আলী খানের একমাত্র ছেলে আলামিন (১৫) গত ২৮ রমজানে মাদরাসা ছুটি হওয়ায় ওই দিন বাড়ীতে চলে আসে। এরপর গত শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের সময় মাদরাসায় যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন। এরপর মাদরাসায় খোঁজ নিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। তার আত্মীয়স্বজনদের বাড়ীতে খোঁজ নেয়ার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় নিখোঁজ শিক্ষার্থীর মা ফাতেমা বেগম রবিবার দুপুরে পুলিশকে বিষয়টি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। হারিয়ে যাওয়া আলামিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে, ফলে পরিবারের দুঃশ্চিন্তার শেষ নেই।

রামপাল থানার এএসআই ইতিমা বিশ্বাস বলেন, জিডির বিষয়টি ইতিমধ্যে সারাদেশে বেতার বার্তায় পৌঁছে দেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সোমবার থেকে পিবিআইও নিখোঁজের সন্ধানে কার্যক্রম শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: