আয়া ব্লাড ব্যাংক এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
স্কুলে ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি করতে জমা দিতে হচ্ছে নানা পরিচয় পত্র সহ রক্তের গ্রুপ নির্ণয়ের সনদ । সনদ নিয়ে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা । অনেকে জানেই না তাদের রক্তের গ্রুপ কি, আবার অনেকেই ছুটছেন এক ল্যাব থেকে অন্য ল্যাবে । রক্তের গ্রুপ নির্ণয়ে দিতে হচ্ছে শতটাকা ফি ।
এমন সময়ে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আনোয়ারার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশন (AYA) ব্লাড ব্যাংক ।
সোমবার (২৪ মে ) আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস ও সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ কাদেরী ।
এসময় সংগঠনের আহ্বায়ক সোহেল আমিন ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ উল্লাহ মাহমুদ এর সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মনছুর ও আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম, আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশনের সদরের কার্যকারী সদস্য মোহাম্মদ ইলিয়াছ , সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা , ইউপি সদস্যবৃন্দ সহ আরো অনেকেই ।
আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশনের এই দিনব্যাপী ক্যাম্পেইনে কমপক্ষে ৫'শ এর অধীক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সনদ বিতরণ করা হয়।
এমন একটি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এমন সকল আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ক্যাম্পেইনে আগত অতিথিবৃন্দ।