ময়মনসিংহে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইচ. এম জোবায়ের হোসাইন:
ভোররাতে ঘুম ভাঙ্গার পর বাড়ী থেকে বের হন আব্দুল জব্বার (৪৮), পরে পরিবারের লোকজন তাকে খোজাখুজি করে না পেয়ে সকাল ৬টার দিকে বাড়ীর পেছনে পুকুর পাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বলছিলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বার (৪৮)’র কথা।
পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মামলাটি ডিসপোজাল করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেও এটি হত্যা না আতœহত্যা এ নিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দূর্গাপুর গ্রামের হাজী আবুল কাশেমের দ্বিতীয় ছেলে আব্দুল জব্বার। কৃষি কাজেই জীবিকা নির্বাহ হতো তার। সোমাবার ভোররাতে কাউকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে যায়। দীর্ঘক্ষণ তার কোন সন্ধান না পাওয়ায় স্ত্রী সকাল ছয়টার দিকে বাড়ির পিছনে পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার ও সুরত হাল করে।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানায়, ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলাটি ডিসপোজাল করা হয়েছে। আব্দুল জব্বার বেশ কিছুদিন যাবত অসুস্থ বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মেডিকেল রিপোর্ট দেখে নিশ্চিত হয়েছি সে মানসিকভাবে অসুস্থ ছিল।