শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি খুলে দেয়ার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

 প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার দাবীতে বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে অর্থনীতির বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন মোল্লা, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সালমা জাহান, আইন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সাবিক হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হোক। আমরা আর ঘরে বসে থাকতে চাই না, ক্লাসে ফিরতে চাই। দেড় বছর যাবত আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। এতে আমরা সেশনজটে পড়ছি এবং লেখাপাড়ায় পিছিয়ে পড়ছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: