শিরোনাম

South east bank ad

৪ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড

 প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

তিনটি ইসলামিক ও একটি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। গতকাল ফেনীর ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর রাস্তার মাথা ও চম্পকনগর বাজার মেইন রোড এলাকা এবং চট্টগ্রামের কুমিরায় ঘোড়ামারা এলাকায় তিনটি ‘তিজারাহ’-ইসলামিক এবং চট্টগ্রামের ফটিকছড়ি চৌমুহুনী বাজারে একটি কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়।

সাউথইস্ট ব্যাংকের পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ কাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এসব আউটলেট উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক জোসনা আরা কাশেম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন, ব্যাংকের কর্মকর্তারা এবং চারটি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরা।

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্যপ্রযুক্তি-সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলোও প্রদান করা হবে। এছাড়া গ্রাহকরা সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’-এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএনের মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বিও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনা মূল্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষিঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া গ্রাহকরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: