ঝালকাঠিতে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান
মোঃ রাজু খান (ঝালকাঠি):
বাংলাদেশ মাদরাসা বোর্ড কতর্ৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের ঘোষনাসহ সাত দফা দাবিতে ঝালকাঠিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে রবিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেয়া হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী স্মারকলিপি গ্রহন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস , সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সালাম।