করোনায় পটুয়াখালীতে নতুন দুইজনসহ মোট মৃত্যু ৫২
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মোট মৃত্যুর সংখ্যা ৫২জনে দাড়িয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, ইটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালি গ্রামের শাহজাহান মৃধা (৬০) এবং বাউফল উপজেলার মনোয়ারা বেগম (৫২) করোনার উপসর্গ নিয়ে গত ১৮ মে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে ভর্তি করা হলে ২২ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের প্রাপ্ত রিপোর্টে উভয়ের করোনা পজেটিভ এসেছে।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গির আলম বলেন, রিপোর্ট প্রাপ্তির পরে তাদের সংস্পর্শে আসা পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে।