মাদারীপুরের টেকেরহাটের নয়াকান্দি থেকে তক্ষক সহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব- ৮
এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটের নয়াকান্দি গ্রাম থেকে তক্ষকসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটের নয়াকান্দি গ্রামের মোঃ নুর আলম এর বসত বাড়িতে ২ জন ব্যক্তি বিরল প্রজাতির ১টি তক্ষকসহ অবস্থান করছে জেনে বন্যপ্রাণী পাচারকারী মোঃ নুর আলম মোল্লা পিতাঃ মৃত মজিদ মোল্লা, বাবু মোল্লা (২০), পিতাঃ নুর আলম মোল্লাকে ১ টি বিরল প্রজাতির তক্ষকসহ হাতে নাতে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিবার্হী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবিরের উপস্থিতিতে বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ এর ০৫ ধারা মোতাবেক আটককৃত প্রত্যেক আসামীকে ৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষকটি মাদারীপুর জেলার রাজৈর এর বন বিভাগ কর্তৃক রাজৈর বনে অবমুক্ত করা হয় এবং আটককৃত আসামীদেরকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।