নিখোঁজের তিনদিন পর প্রেমিকার বাড়ির পাশ থেকে আকাশের লাশ উদ্ধার
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহে নিখোঁজের তিনদিন পর প্রেমিকার বাড়ির মাটি খুঁড়ে এসএসসি পরীক্ষার্থী আকাশের লাশ পাওয়া গেছে। শুক্রবার রাতে ময়মনসিংহের সদর উপজেলার ভূগলি গ্রামের প্রেমিকার বাড়ি থেকে মাটি খুঁড়ে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আকাশ অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্বজনদের অভিযোগ, প্রেমিকার বাবা মেম্বার জিয়ারুল ও তার ছেলেরা মিলে আকাশকে হত্যা করেছে। এ ঘটনায় প্রেমিকার মা ও চাচিকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানায়, ময়মনসিংহ সদরোর ভুগলি নয়া গ্রামের সাবেক মেম্বার আকরাম হোসেনের ছোট ছেলে আকাশের সঙ্গে বর্তমান মেম্বার জিয়ারুল হকের ছোট মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে জিয়ারুলের মেয়ে আকাশকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল আকাশ।
পরে বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার রাত ৮টার দিকে জিয়ারুল মেম্বারের বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে বস্তাবন্দি আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. চাঁদ মিয়া জানান, ঘটনার পর থেকে জিয়ারুল মেম্বার ও তার ছেলেমেয়েরা পলাতক রয়েছে। তবে জিয়ারুলের স্ত্রীসহ দুজনকে আটক করা হয়েছে।