শরণখোলায় স্কুল মাঠ পরিচ্ছন্ন করে খেলার মাঠ মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন
নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় স্কুল মাঠ পরিচ্ছন্ন করে খেলার মাঠ মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থনীয় খেলোয়াড়গন । বৃহস্পতিবার সকাল ১০ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনে রায়েন্দা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মর্সচী পালন করেন তারা ।
মানববন্ধনে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন,কলেজ শিক্ষক সুজন,খায়রুল শরীফ,বেল্লাল হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন,পাঁচরাস্তা থেকে পূর্বমাথা ফেরীঘাট পর্যন্ত সড়কের নির্মানকাজ চলায় ঠিকাদার প্রতিষ্ঠান রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে মাসকে মাস ধরে ইট,বালু,খোয়া রেখে খেলার মাঠ আটকে রেখেছে । এতে মাঠে খেলার মতো কোনো পরিবেশ নাই । তাই দ্রুত মাঠ থেকে খোয়া,বালু অপসরন করে খেলার জন্য মাঠ মুক্ত করে দেয়া হয় ।
তবে, ঠিকাদার প্রতিষ্ঠান আগামী এক সপ্তাহর মধ্যে সড়কের কাজ শুরু করে মাঠে রাখা ইট,বালু সরিয়ে ফেলবেন বলে জানান ।