মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করলেন সোনালী ব্যাংকের এমডি
সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থী মোঃ মিজানুর রহমানের পাশে দাঁড়িয়েছেন। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মিজানুর রহমানের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন সোনালী ব্যাংকের এমডি। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের সিইও এন্ড এমডির পক্ষে অনুদানের অর্থ অদম্য মেধাবী মিজানুর রহমানের হাতে তুলে দেন প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রামের ডিজিএম ফরিদ আহমেদ এবং লালমনিরহাট শাখার ম্যানেজার মোঃ আব্দুল লতিফ সরকার। অদম্য মেধাবী মোঃ মিজানুর রহমানের ডাক্তার হবার স্বপ্নপূরণে সোনালী ব্যাংকের সিইও এন্ড এমডির পাশে দাঁড়ানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।