মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত
কায়সার সামির (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জ সদর উপজেলাযর মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ চীন মৈত্রী সেতু) উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ওমি (২২) ও আজমুল হোসেন সায়র(১৮) নামের দুই আরোহী নিহত হয়েছে। আজ দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সায়র নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি এলাকার আসলামের পুত্র ও নিহত ওমি সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামের আলমাস কাজি'র পুত্র।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, সায়র ও ওমি মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসার পথে মুক্তারপুর সেতুর উপর বেপরোয়া গতিতে আসছিলো। এসময় সেতুর উপর একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুজনই ছিটকে পড়ে যায়। এসময় মাথায় আঘাতে ঘটনাস্থলে সায়র নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ওমিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।