শিরোনাম

South east bank ad

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭, শনাক্ত ১৬০৮

 প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়েছে। এ সময়ে মারা গেছেন ৩৭ জন। গতকাল ৩০ জন ও তার আগের দুইদিন যথাক্রমে ৩২ ও ২৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
এদিকে মৃত্যু বাড়ার পাশাপাশি দেশে করোনা শনাক্তের পরিমাণও বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৮ জন। গতকাল ১ হাজার ২৭২ জন শনাক্ত হন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজর ৬০৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হলো ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি।
এদিকে নতুন ৩৭ জনসহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২৬ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার বেড়ে ৭.৮৩ হয়েছে। গতকাল ছিল ৭.৬৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩.২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৮৫৮ জন ও নারী ৩ হাজার ৩৯০ জন। এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন ও ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস ধরে টানা মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে কয়েক মাস ক্রমান্বয়ে কমতে থাকে। চলতি বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা কমে আসে। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশেষজ্ঞরা এটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: