টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন শেখ মিলি
আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ধানমন্ডি থানার মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর মামাতো বোন, টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সদস্য শেখ মিলি। এর আগে গত ১১ মার্চ বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমি ভালো আছি এবং সুস্থ আছি। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সকলকে ধন্যবাদ দিয়ে নিয়মনীতি মেনে পর্যায়ক্রমে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানান।
এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ মলি।