রঘুনন্দন পাহাড়ী এলাকায় প্রতিবন্ধী লিমার পাশে দুই ইউএনও
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরের রঘুনন্দন পাহাড়ের পাদদেশে নানা বাড়িতে বসবাসকারী প্রতিবন্ধী লিমা আক্তারকে (১৮) একটি হুইল চেয়ার, নগদ টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যার পূর্বে এসব সহায়তা নিয়ে উপস্থিত হন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ। পরে তারা লিমার মা ফাহিমা আক্তারের হাতে সহায়তাগুলো তুলে দেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে। আমরা সরকারের সেবাসমূহ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক লিমাকে সহায়তা করতে পেরে ভালো লাগছে। তার মাকে একটি বিধবা ভাতার কার্ড প্রদানের আশ্বাস দিয়েছি। এছাড়া তাদের পাশে উপজেলা প্রশাসন আছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, লিমার জন্য কিছু একটা করতে পেরেছি বলে ভালো লাগছে।
জানাগেছে , লিমা আক্তারের বয়স ১৮ বছর। সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুটির দুই বছর পার না হতেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এতে তার পুরো শরীর অবশ হয়ে যায়। সেই থেকে ঘরবন্দি জীবন কাটাচ্ছে মেয়েটি। দরিদ্র বলে উন্নত চিকিৎসা করাতে পারেনি লিমার পরিবার। দীর্ঘ ১৬ বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে লিমা।
ছলছল চোখে ফাহিমা বললেন, সাড়ে ৫ বছর হলো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার স্বামী হাবিবুর রহমান। প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে তিনি আরো অসহায় হয়ে পড়েন। দুই ছেলে ও একমাত্র মেয়ে লিমাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সেই থেকে বাবার বাড়িতেই সন্তানদের নিয়ে তার বসবাস।
এসব সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে লিমার মা ফাহিমা আক্তার বলেন, এর আগে এভাবে আমাদের বাড়িতে এসে কেউ সহায়তা করেনি। কি যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করার মত নয়।
যাই হোক সরকার ও সরকারের প্রতিনিধি দুই উপজেলার ইউএনও মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।