শিরোনাম

South east bank ad

মাদারীপুরে ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬

 প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুরে ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬জন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানাধীন ভাঙ্গাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হলেন সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের মোসলেম সরাদারের ছেলে তোফাজ্জেল সরদার (৪০)। আহতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামের মো, সাইদুল রহমানের ছেলে দুলাল হাওলাদার (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মো ফজলু রহমানের ছেলে আজিজুল ইসলাম (১৯), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাজীবাড়ির হাসেন কাজীর ছেলে মো, রিপন কাজী (২৫), বরিশাল জেলার কাউখালি উপজেলার বেঘঠিয়া গ্রামের আবু কালাম হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৩৮),একই এলাকার রেজাউল করিমের স্ত্রী তামান্না বেগম (২২), ও রুহুল আমিনের ছেলে নজরুল ইসলাম (২৫)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে কালকিনি উপজেলার ভুরঘাটা থেকে সাত জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি ইজিবাইক। পরে ডাসার থানাধীন ভাঙ্গাব্রীজ এলাকায় আসলে বিপরীত দিকে আসা একটি প্রাইভেটকারে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৭জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ইজিবাইক চালক তোফাজ্জেল সরদারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ৬জনকে চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনায় ৭জনকে হাসপাতালে নিয়ে আসলে আগেই একজন মারা যায়। এছাড়া ৬জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসাতালে পাঠানো হয়েছে ও তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: