ইয়ামাহা এক্সএসআর-১৫৫-এর লঞ্চিং অনুষ্ঠিত

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। প্রতিষ্ঠানটি ইয়ামাহা এক্সএসআর ১৫৫ বাইকটি বাজারে এনেছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওর এসিআই সেন্টারে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাইকের লঞ্চিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ সময় এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ইয়ামাহা প্রথম থাইল্যান্ডের তৈরি একটি মডেল দেশের বাজারে আনল।