South east bank ad

বাঘাইহাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি থানার আওতাধীন সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কিছু আঞ্চলিক সন্ত্রাসী দলের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২২ নভেম্বর ২০২০ তারিখ হতে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। উক্ত অভিযানের অংশ হিসেবে গতকাল (২৮ নভেম্বর ২০২০ তারিখ) সকাল আনুমানিক ১০:৪৫ ঘটিকায় বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ী সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ০২ টি একে-৪৭, ০২ টি একে-৪৭ এর ম্যাগাজিন, ০১ টিএসএমসি, ০১ টিএসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে। আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে উক্ত এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: