শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২১-১১-২০২০) গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি’কে ‘সেনাবাহিনী পদক’ (এসবিপি) প্রদান করেন। সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাবাহিনী প্রধানকে এ পদক’ প্রদান করা হয়।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সেনাবাহিনী প্রধান এর হাতে এ পদক তুলে দেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি (অবঃ), নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: