কুড়িগ্রামে বন্যা দুর্গত ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী
কুড়িগ্রামে বন্যায় বাড়িঘর ছেড়ে বিভিন্ন সড়ক ও বাঁধের পাশে আশ্রয় নেয়া ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে ধরলা সেতুর পশ্চিম প্রান্তে চান্দেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০০ পরিবারকে এ সাহায্য দেয়া হয়। এছাড়াও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের রমনা ঘাট লাগোয়া বাঁধে ১০০ পরিবার এবং ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ের দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০০ পরিবারকেও খাদ্যসামগ্রী দেয়া হয়।
প্রত্যেককে চাল, ডাল, তেল, আটা, চিনি ও লবণ দেয়া হয়েছে। এছাড়া খাদ্য সামগ্রী সহায়তা দেয়ার সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন তারা।
রংপুর এরিয়ার ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৩০ বাংলাদেশ ইনফেন্ট্রি ব্যাটালিয়নের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়েছে।
এ সময় কুড়িগ্রাম জেলা ক্যাম্পের পক্ষে লেফটেন্যান্ট ইজাজ আহমেদ সাজিন উপস্থিত ছিলেন।

