মাগুরায় রেড জোনে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ
করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন জেলায় চলছে লকডাউন। এসব এলাকায় মানুষকে বাড়িতে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। মাগুরায় লকডাউন এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে চালু করা হয়েছে মোবাইল মার্কেট ব্যবস্থা।
নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচামাল বোঝাই গাড়ি প্রতিদিন দু'বেলা এলাকার প্রত্যেকটি বাড়ির সামনে হাজির হচ্ছে। মাগুরার লকডাউন এলাকায় সাধারণ মানুষকে সেবা দিতে সেনাবাহিনীর উদ্যোগে চলছে এই মোবাইল মার্কেট ব্যবস্থা।
গত ২১ জুন থেকে মাগুরায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের দুটি রেড জোনে চলছে লকডাউন। সাধারণ মানুষ বলছে, প্রয়োজনীয় পণ্য হাতের কাছে পাওয়ায় তাদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হচ্ছে না।
কেবল পণ্য পৌঁছে দিয়েই শেষ নয়, সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নানা নির্দেশনা প্রচারসহ বিভিন্ন উদ্যোগও নেয়া হয়েছে।
এদিকে, মুন্সীগঞ্জে লকডাউন কার্যকরে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে কাজ করছেন। ফোনে চাহিদা জানানো হলেই তা পৌঁছে দেয়া হচ্ছে দোরগোড়ায়। এরপরও লকডাউন মানায় অনীহা স্থানীয়দের। মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকা ৯ জুলাই পর্যন্ত চলবে লকডাউন।