শিরোনাম

South east bank ad

ক্যাডেট কলেজসমূহের ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন

 প্রকাশ: ৩১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

দেশে বিদ্যমান ১২ টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তও¦াবধানে পরিচালিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় ১২ টি ক্যাডেট কলেজ হতে মোট ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন জিপিএ-৫ (এ+) পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে, যার পরিসংখ্যান নিম্নে প্রদত্ত হলোঃ
ক্র/নং কলেজের নাম পরীক্ষার্থীর সংখ্যা  মোট কৃতকার্য জিপিএ-৫ (এ+) জিপিএ-৪ (এ)
1 ফৌজদারহাট ক্যাডেট কলেজ ৪৪ ৪৪ ৪৪
2 ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৪৯ ৪৯ ৪৯
3 মির্জাপুর ক্যাডেট কলেজ ৫২ ৫২ ৫২
4 রাজশাহী ক্যাডেট কলেজ ৪৬ ৪৬ ৪৬
5 সিলেট ক্যাডেট কলেজ ৫৪ ৫৪ ৫৪
6 রংপুর ক্যাডেট কলেজ ৫৪ ৫৪ ৫৪
7 বরিশাল ক্যাডেট কলেজ ৫৪ ৫৪ ৫৪
8 পাবনা ক্যাডেট কলেজ ৫৪ ৫৪ ৫৪
9 ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৫১ ৫১ ৫০  ০১
10 কুমিষ্ফ¡ ক্যাডেট কলেজ ৪৭ ৪৭ ৪৭
11 ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৫৫ ৫৫ ৫৪ ০১
12 জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ৫২ ৫২ ৫২
মোট ৬১২ ৬১২ ৬১০ ০২
  উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর হতে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সাথে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। বরাবরের মত এবারও এসএসসি পরীক্ষায় আমাদের ক্যাডেটরা ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। এ বছর এসএসসি ২০২০ পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের সর্বমোট মোট ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন জিপিএ-৫ (এ+) পেয়ে পাশের হার শতভাগ এবং ৯৯.৬৭% জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে। 08 10 11 01 03 04 05 12 06 09 07
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: