শিরোনাম

South east bank ad

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে বিমান বাহিনীর ‘স্মারক বৃক্ষরোপণ কর্মসূচী

 প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে ‘স্মারক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০’ গ্রহণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মঙ্গলবার (৩০-০৬-২০২০) বিমান সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। ‘সবুজ বৃক্ষ- নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০ পালন করছে। Air Photo (1) এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পরবর্তীতে বিমান বাহিনীর সকল ঘাঁটি/ইউনিটসমূহেও ‘স্মারক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০’ একযোগে আয়োজন করা হয়। এ কর্মসূচীর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেছে।
BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: