শিরোনাম

South east bank ad

জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে করোনা ভাইরাসের কারণে  বিমান বাহিনীর মানবিক সহায়তা

 প্রকাশ: ২০ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশার, ঢাকা, বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর, টাঙ্গাইল এর পাশ্ববর্তী এলাকার এতিম শিশুদের মাঝে ১৮, ১৯ ও ২০ মে ২০২০ তারিখে মানবিক সহায়তা হিসেবে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঈদ উপহার বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে বিমান বাহিনীর এসকল ঘাঁটির এয়ার অধিনায়কগণ এই মানবিক সহায়তা বিতরণ করেন। জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পেশাদারিত্বের সাথে পরিচালনা করছে। BBD
BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: