শিরোনাম

South east bank ad

পাঁচ মাসে ৫ লাখের বেশি কল এসেছে দুদকের হটলাইনে

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

পাঁচ মাসে ৫ লাখের বেশি কল এসেছে দুদকের হটলাইনে
নগণের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে সরাসরি দুর্নীতির অভিযোগ নেওয়ার জন্য হটলাইন ‘১০৬’ চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এই সেবা ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে। নিয়মিত কল ও অভিযোগ আসছে হটলাইনে। উদ্বোধনের পাঁচ মাসের মধ্যে পাঁচ লাখ ২০ হাজার ৭৪৭টি ফোন কল এসেছে। এর মধ্যে ৭৪৯টি কল রেকর্ড করেছে কমিশন। দুদক সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ জুলাই হটলাইন ‘১০৬’ উদ্বোধন করা হয়। সর্বশেষ ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ লাখ ২০ হাজার ৭৪৭টি ফোন কল এসেছে। রেকর্ড করা হয়েছে ৭৪৯টি কল। এসব কলের ভিত্তিতে ১৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। হটলাইনে আসা কলের সূত্র ধরে পাঁচটি ফাঁদ পেতে দুর্নীতিবাজদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ৪০টি অভিযোগ সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছে দুদক। এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘এই সার্ভিস চালুর ফলে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ জনগণ সহজে এই সেবার মাধ্যমে দুদকে অভিযোগ করতে পারছে।’ দুদকের হটলাইন দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নাম বলে উল্লেখ করেছেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হটলাইন চালুর পর থেকে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ফোন কল আসছে।এই সার্ভিসটি দুর্নীতিবাজদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অন্যায়ভাবে ঘুষ দাবি করার আগে ভাবতে হচ্ছে- দুদক হটলাইনে কল দিয়ে আবার জানিয়ে দেবে নাতো? দুর্নীতিবাজরা হটলাইন চালুর কারণে আতঙ্কিত।’ ‘হটলাইনে আসা সব অভিযোগ দুদকের আওতাভুক্ত করা সম্ভব হয় না। এরমধ্যে ফৌজদারি অপরাধের অভিযোগও আসে। এসব অভিযোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনেক সময় কলার (যিনি ফোন কল করেন) অনুরোধ করে থাকেন।এছাড়া, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভাগে চিঠি দিয়ে অবহিত করা হয়’, জানালেন ড. মো. শামসুল আরেফিন। উল্লেখ্য, গত ২৭ জুলাই দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন ‘১০৬’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুদক কর্মকর্তাদের অভিমত, এই সেবার মাধ্যমে জনগণের সঙ্গে দুদকের প্রত্যক্ষ সংযোগ চালু হবে। দ্রুত দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যাবে। দুর্নীতি ঘটার সম্ভাবনা রয়েছে, এমন অভিযোগ পেলে তা প্রতিকার করা, দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি ও জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করা সম্ভব হবে। হটলাইন উদ্বোধনের পাঁচ মাস পর লাখো লাখো মানুষের ফোন কল আসাকে দুদকের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন দুদক সংশ্লিষ্টরা।
BBS cable ad

দুদক এর আরও খবর: