দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের পদক্ষেপ গ্রহণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সুরঞ্জন শীল এর বিরুদ্ধে সরকার নির্ধারিত ফি এর বেশি টাকা নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক জনাব সুবেল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে দেখা যায়, মূলত জনাব সুরঞ্জন শীল কেশারপাড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের একজন উদ্যোক্তা।
তিনি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু তাহেরের অথরাইজড ইউজার আইডি ব্যবহার করছেন এবং সচিবের ইউজার আইডি ব্যবহারের বিষয়ে ইউনিয়ন পরিষদের অনুমোদন রয়েছে মর্মে দাবী করেন। ইউনিয়ন পরিষদের গ্রাহকগণের বিভিন্ন সেবার জন্য তিনি সরকারের নির্ধারিত ফি এর অতিরিক্ত ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত নিচ্ছেন।
সুরঞ্জন শীলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে, অতিরিক্ত টাকা থেকে কিছু টাকা তিনি নেন এবং বাকি টাকা ইউনিয়ন পরিষদের সচিবের চা-নাস্ত, সচিবের মাইজদী থেকে ইউনিয়ন পরিষদে আসা-যাওয়ার খরচ, কম্পিউটারের মেরামত ও কাগজ ক্রয়ের বিল ইত্যাদি কাজে ব্যয় করেন। তিনি আরও জানান যে, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল ভূঁইয়া অবগত আছেন।
তিনি আরও দাবী করেন যে, উদ্যোক্তা সেন্টারের মনিটর, প্রিন্টার, ইন্টারনেট বিল সরকারিভাবে খরচ বহন করা হলেও কম্পিউটারের সিপিইউ তার নিজ মালিকানাধীন।
অভিযান পরিচালনাকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে কর্মস্থলে পাওয়া যায় নি বিধায় তাদের বক্তব্য গ্রহণ করা যায়নি। অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণপূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশনের সদয় সিদ্ধান্তের জন্য প্রেরন করা হবে।
কাটাখালী পৌরসভা, রাজশাহী-এর সাবেক মেয়রের বিরুদ্ধে কাটাখালী বাজার হতে শ্যামপুর ঘাট পর্যন্ত ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে তিন মাসেই নষ্ট হয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে অদ্য দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ আমির হোসাইন, উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে।
টিম কাটাখালি পৌরসভা থেকে উক্ত রাস্তা নির্মাণ সংক্রান্ত নথিপত্র সংগ্রহপূর্বক নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা পরিমাপ গ্রহণ করে। পরিমাপ প্রতিবেদন প্রাপ্তি অন্তে টিম কমিশনের নিকট অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৮টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।