শিরোনাম

South east bank ad

আরও এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে: দুদক

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আরও এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (২৯ জানুয়ারি) শনিবার গাজীপুরের কাশিমপুরের ‘কাশিমপুর ডক্টরস হাসপাতাল’র চেয়ারম্যান শিবলী সাদিককে গ্রেপ্তার করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা সেলিনা আখতার মনি।

দুদক সূত্র জানায়, শিবলী সাদিক ১৯৯৮ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি এইচএসসিতে দু'বার অকৃতকার্য হয়ে চীনে চলে যান। সেখানে কিছু দিন অবস্থান করে দেশটির জিলিন প্রদেশ থেকে ভুয়া সনদ সংগ্রহ করে দেশে এসে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে নিবন্ধন গ্রহণ করেন।

গতকাল শনিবার তাকে ঢাকার রমনা থানা হেফাজতে রাখা হয়। আজ আদালতে সোপর্দ করা হবে। এর আগে একই অভিযোগে গত ১৯ জানুয়ারি সাত ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।

চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদে এমবিবিএস ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগে দুদক বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বরে মামলা করে দুদক। ওই মামলায় আগে গ্রেপ্তার সাত আসামির নাম থাকলেও তাতে শিবলী সাদিক ছিলেন না। চার্জশিটে তার নামও অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় দুদক। তিনিও ভুয়া সনদ ব্যবহার করে ডাক্তারি পেশার যুক্ত ছিলেন।

শিবলী সাদিকের নামে সাভারে পাঁচতলা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, জমিসহ অন্যান্য সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার নামে আরও কী কী সম্পদ আছে তা খুঁজে বের করতে চায় দুদক।

শিবলী সাদিককে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। তাতে লেখা আছে- তিনি এমবিবিএস, পিজিটি (মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক), সিসিডি (বারডেম হাসপাতাল), এমডি ইনকোর্স (চায়না), ডিএমইউ (কনসালট্যান্ট সনোলজিস্ট)। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সদস্য বলেও কার্ডে উল্লেখ করা হয়।

BBS cable ad

দুদক এর আরও খবর: