দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাতক্ষীরার কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহহীনদের ঘর দেওয়ার নামে ঘুষ দাবি, জন্ম সনদ প্রদানের বিনিময়ে অর্থ আদায়, ট্যাক্স আদায় করে রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাত এবং ২০১৮-১৯ অর্থবছরের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক মোঃ আল আমিন-এর নেতৃত্বে আজ ১১.১১.২০২১ খ্রি. তারিখে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। ইউনিয়ন পরিষদটি সুন্দরবনের পাশে দুর্গম চরাঞ্চরে অবস্থিত। দুদক টিম সরেজমিনে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সাথে কথা বলে ও তাদের অভিযোগ শুনে। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বক্তব্য গ্রহণ করেছে দুদক টিম। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহপূর্বক যাচাইকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ বিস্তারিতভাবে যাচাই করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
পত্র প্রেরণ:
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।