টিবি হাসপাতালের বর্তমান ও সাবেক উপ-পরিচালকের বিরুদ্ধে হচ্ছে তিন মামলা
রাজধানী শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসাপাতালে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতালটির সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী ও বর্তমান উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান ছাড়াও তিনটি মামলায় পৃথকভাবে আফসানা ইসলাম কাকলী, মুন্সী ফররুখ হোসাইন ও মৌসুমী ইসলামের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আজ মঙ্গলবার ১ জুন দুপুরে দুদক প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যকে বিষয়টি জানান দুদক সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। সরকারি মালামাল ক্রয় করার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন করে কমিশন।
শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে ১টি বিলের মাধ্যমে এক কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান উপ-পরিচালকের সঙ্গে প্রমিক্স লিমিটেডের স্বত্বাধিকারী মৌসুমী ইসলাম জড়িত। আরেকটি মামলার অভিযোগ বলা হয়, টিবি হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মুন্সী ফররুখ হোসাইন মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে তিনটি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ৮৩ হাজার ৯৭৬ টাকা আত্মসাত করেন।
একইভাবে হাসপাতালটির সাবেক ও বর্তমার উপ-পরিচালকের সঙ্গে নির্বার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকালী ২০১৭-১৮ অর্থবছরে মালামাল ক্রয় করে একটি বিলের মাধ্যমে ৫৬ লাখ ৮০ হাজার৩০০ টাকা আত্মসাত করেন বলে অভিযোগ আনা হয়।