ট্রেনে ছাঁদে ভ্রমণ রোধে অভিযান কার্যক্রম

জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম এর নির্দেশনায় আজ ২৯/০৪/২০২২ তারিখ এস আই সাইফুল ইসলাম, ইনচার্জ, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধকল্পে বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেন। ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ রোধকল্পে অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম হতে ছেড়ে আসার পর পথিমধ্যে ট্রেনের ছাদে উঠা চট্টগ্রাম হতে ময়মনসিংগগামী বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন ফেনী রেলওয়ে স্টেশনে অতিক্রম করাকালে ট্রেনে ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করার অপরাধে ৩৭ জনের নিকট হতে ইএফটি মূলে ৮৪২০ টাকা জরিমানা আদায় করা হয়।