শিরোনাম

South east bank ad

খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ নেই, মেডিকেল টিম গঠন

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ নেই, মেডিকেল টিম গঠন

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ সব তথ্য জানান। জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। মেডিকেল টিমের পরামর্শক্রমে তাকে বাসায় আনা হবে দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হলে চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদফতর। পরে ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: