সিংড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ইফতারি পৌঁছে দেয়ার ব্যবস্থা করলেন জুনাইদ আহমেদ পলক

আইনজীবী ও রাজনীতিবিদ জুনাইদ আহমেদ পলক ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাংসদ তিনি। এছাড়া ২০১৩ সালের ২২ জানুয়ারি থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ এই রাজনীতিবিদ। সুখে দুখে সবসময় আছেন নির্বাচনী এলাকার মানুষের পাশে।
পবিত্র মাহে রমজানের উপলক্ষে প্রতিদিন নিজের নির্বাচনী এলাকার রোজাদারদের মাঝে ইফতারি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের মত আজও রোজাদারদের মাঝে ইফতারি পৌঁছে দেয়া হয়েছে। আজ গন্তব্য ছিল সিংড়া পৌরসভার ১ নং ওয়ার্ড এর কাঁটাপুকুরিয়া।