শিরোনাম

South east bank ad

ডায়রিয়ার স্যালাইন সংকটে এমপি ও দানশীলদের সহায়তা

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ডায়রিয়ার স্যালাইন সংকটে এমপি ও দানশীলদের সহায়তা

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠিতে হু হু করে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় শরীরে পুষ করার আইভি স্যালাইন সংকট থাকায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা স্যালাইন সহায়তা চেয়ে অফিসিয়াল ফেসবুক পেজে সহায়তারও আবেদন জানান। এমন সময় সোমবার বিকেলে ব্যক্তিগত উদ্যোগে ২হাজার আইভি স্যালাইন দান করেন শিল্পমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। যার ১হাজার ঝালকাঠি সদর হাসপাতালের জন্য এবং বাকি আরেক হাজার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন এমপি আমু। এরপূর্বে রবিবার সন্ধ্যায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ব্যক্তিগতভাবে ১হাজার আইভি স্যালাইন দান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও এমখান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান। অপরদিকে রাজাপুর উপজেলায় এক প্রবাসী ৩শ এবং আরেক প্রবাসী ১শ আইভি স্যালাইন দান করেন সোমবার বিকেলে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, করোনার মধ্যে তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬শতাধিক মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন ৪১০জনে। হাসপাতালের নির্দিষ্ট বিছানায় স্থান না পেয়ে গাদাগাদি ফ্লোরে বিছানা করে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্তদের। ফ্লোরে এবং বারান্দায় বিছানা দিয়ে চিকিৎসার পরিবেশ নেই বলেও অভিযোগ স্বজনদের। ডায়রিয়া আক্রান্তদের বেশিরভাগই মহিলা, শিশু ও বয়স্ক। নেই স্যালাইন, নেই বিছানা একারণে অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। ভয়াবহ এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগের সকল জনবলই হিমশিম খাচ্ছেন। এমন ক্রান্তিলগ্নে লগ্নে শিল্পমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি ২হাজার আইভি স্যালাইন দিয়েছেন। যার ১হাজার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য। এছাড়াও নলছিটির জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও এমখান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান ১হাজার, কাজী আলমগীর হোসেন ৩শ আইভি স্যালাইন দিয়েছেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল রবিবার রাত ৯টায় তার অফিসাল ফেসবুক পেজে স্যালাইন সংকটের কথা উল্লেখ করে বিত্তবানদের সহায়তার জন্য অনুরোধ জানিয়ে তিনি লিখেন “প্রিয় রাজাপুরবাসী, আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত ডায়রিয়া তীব্র আকার ধারণ করেছে।হাসপাতালের ফ্লোরে ও রোগী রাখার জায়গা নেই। ভয়ের কথা হচ্ছে যারা আসছে তারা তীব্র পানিস্বল্পতা নিয়ে আসছে।তাদের প্রায় সকলকে আইভি স্যালাইন লাগাতে হচ্ছে। এত স্যালাইন হাসপাতালের সরবরাহ নেই। আর যারা রোগী তারা বেশীরভাগ গরিব। তাই এ সংকট এ আপনাদের সকলের কাছে সাহায্য চাচ্ছি। যে যতটুকু সম্ভব স্যালাইন দিয়ে রোগীদের চিকিৎসায় সহায়তা কর“ন। ১৮/৪/২০২১ তারিখ রাত আটটা পর্যন্ত ৫৩ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের জন্য বরাদ্দ স্যালাইন ও লকডাউনের কারণে আনা সম্ভব হচ্ছে না। বাজে কোন মন্তব্য করার আগে হাসপাতালে এসে ডাক্তার, নার্সদের কর্মযজ্ঞ দেখে যাবেন।”

সোমবার বিকেল ৫টায় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে ফলোআপ স্ট্যাটাস দিয়ে প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুর্যোগে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন।এর মধ্যে কেউ কেউ নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।কিন্তু আমরা তাদের পরিচয় প্রকাশ করে দিতে চাই। জাহিদ হোসেন সিকদার (ইতালি প্রবাসী), ডক্টর মেহেদী মাসুদ (মালয়েশিয়া প্রবাসী), তরিকুল ইসলাম তারেক মেম্বর (মঠবাড়ী), মোঃ সিদ্দিকুর রহমান (চেয়ারম্যান সাতুরিয়া), মোঃ ছবির হোসেন (ঝালকাঠি), মাস্টার জহির উদ্দিন স্মৃতি পাঠাগার (নিজ গালুয়া), বরকত মৃধা(মাই টিভি জেলা প্রতিনিধি), এছাড়াও রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন সাহায্যের হাত বাড়িয়েছেন।

আমরা ইতোমধ্যে ১৫০০ ব্যাগ স্যালাইন,(১০০০মিলি),২৫০ টা স্যালাইন সেট ও ক্যানুলা অর্ডার করেছি।যা ২০/৪/২০২১ তারিখ সকালে আমাদের হাতে পৌছে যাবে। আবারও কৃতজ্ঞতা সকলের প্রতি যারা এ বিপদে সাহায্য করেছেন,পরামর্শ দিয়েছেন, অনুদান সংগ্রহ করতে সহায়তা করেছেন। কৃতজ্ঞতা সাংবাদিক ভাইদের প্রতি যারা দেশের বাইরে বসেও আমাদের জন্য কাজ করেছেন।

সিভিল সার্জন ডা, রতন কুমার ঢালী জানান, ঝালকাঠির ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত আইভি স্যালাইন প্রয়োজন। এমন পরিস্থিতির খবর শুনে এমপি আমির হোসেন আমু আমাদের ২হাজার আইভি স্যালাইন দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজনে আইভি স্যালাইন প্রদান করেছেন যা এইমুহুর্তে আমাদের অনেক কাজে আসবে। যার দ্বারা ডায়রিয়া আক্রান্ত জনসাধারনকে চিকিৎসা করা সম্ভব হবে।

সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, ডায়রিয়া পরিস্থিতিতে স্যালাইন সংকটের কথা জেনে আমি ঝালকাঠি সদর হাসপাতাল ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২হাজার স্যালাইন দিয়েছি। হাসপাতালে যাতে স্যালাইন সরবরাহের ব্যবস্থা করা হয় সেজন্য স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। আশা করি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: