আই জি পি ব্যাজ পদকে ভুশিত হলেন এসআই আনোয়ার হোসেন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি'র সেকেন্ড অফিসার এস আই আনোয়ার হোসেন দায়িত্ব পালনে সাফল্য তায় (২৩ ফেফ্রয়ারী) বুধবার আই জি পি ব্যাজ পদকে ভুশিত হলেন।
সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা আই জি পির পক্ষে থেকে আই জি পি ব্যাজ পড়িয়ে দেন।
এ সময় সংশ্লিষ্ট অন্যান্য পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।