হয়রানি মামলা দিয়ে পরিবারকে গ্রাম ছাড়া করার পায়তারা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পটুয়াখালীর গলাচিপায় ৩ পরিবারের বিরুদ্ধে হয়রানি মামলা দিয়ে গ্রাম ছাড়ার পায়তারা চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে।
এ বিষয়ে হয়রানি মামলার শিকার তাহের তালুকদারের ছেলে খলিল তালুকদার জানান, আমাদের ৩টি পরিবারের বিরুদ্ধে আমাদের একই গ্রামের হারুন তালুকদার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানি মামলা করেন।
যার মামলা নং- সি,আর ৪২/২১। খলিল তালুকদার আরো জানান, পূর্ব শত্রুতার জেরে আমাকে সহ ৩টি পরিবারকে গ্রাম ছাড়া করার জন্য এলাকার কিছু কূচক্রী মহলের খপ্পরে পরে হারুন তালুকদার আমাদের বিরুদ্ধে মামলাটি করেছে।
আমরা এখন দিশেহারা। আমরা গরিব মানুষ। প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি। সঠিক তদন্ত হলে সঠিক বিচার হবে বলে আমরা কামনা করি। হয়রানি মামলার শিকার মোসা. নুপুর ও মো. আলি হোসেন ওরফে কালু হাওলাদার বলেন, হয়রানি মামলা দিয়ে আমাদেরকে গ্রাম ছাড়া করে আমাদের জমা-জমি ভোগ দখল করে নিতে চায় হারুন তালুকদার।
আমরা বাঁচতে চাই। এ বিষয়ে হারুন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে দোকানে ঢুকে মারধর করায় আমি ওদের বিরুদ্ধে মামলা করেছি। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, যেহেতু আদালতে মামলাটি চলমান সেহেতু আদালতই মামলাটি নিষ্পত্তি করবে।
বিষয়টি গলাচিপা থানা পুলিশ চার্জ শীট দিলে মামলা বাদী অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজী দেয়। আদালত নারাজী আমলে নিয়ে পটুয়াখালী সি,আই,ডি কে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।