জেদ্দায় সোনালী ব্যাংকের উদ্যোগে প্রবাসীদের ব্যাংকিং সেবা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাস ও সোনালী ব্যাংক লিমিটেডের প্রতিনিধি অফিসের উদ্যোগে প্রবাসীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়া হয়েছে। হোটেল হায়াত রাদওয়াহ-তে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কনসাল জেনারেল মো. নাজমুল হকের নেতৃত্বে এসব সেবা দেওয়া হয়।
সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের কর্মকর্তারা বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদানসহ প্রবাসীদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কথা শোনেন এবং সমাধান দেন।
এ সময় দূতাবাসের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি সাইফুল ইসলাম কার্যক্রম পরিদর্শন করেন। তারা শ্রমিকদের নানা সমস্যার কথা শোনার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাতে তাদের উদ্বুদ্ধ করেন। সরকারের বিভিন্ন ধরনের প্রণোদনার বিষয় উল্লেখ করে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সবার প্রতি অনুরোধও জানান তারা।