১০ মামলার আসামি ‘মোটা সুমন’ মাদকসহ গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফেনীতে ১০টি মামলার ফেরারি আসামি মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমনকে’ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
গত (২০ ফেব্রুয়ারি) রোববার রাতে ফেনী পৌরসভার পেট্রোবাংলা জাহাঙ্গীর আদিলের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ নাজমুল করিম ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের করিম উল্ল্যাহর পালক ছেলে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, মাদক, অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার পেট্রো বাংলা জাহাঙ্গীর আদিলের বাড়ির সামনে অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমনকে’ ৫০টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা করে মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমনকে’ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।