শিরোনাম

South east bank ad

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমানাতুল (৪১) কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

গতকাল (২০ ফেব্রুয়ারি) রবিবার গভীর রাতে উপজেলার গোলাবাড়ীয়া গ্রামে তার নিজের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের আওয়তায় মুকসুদপুর থানার এস আই কামরুল ইসলাম, এস আই গোলাম কিবরীয়া এবং এ এস আই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আমানাতুল পৌরসভার গোলাবাড়িয়া গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, মাদক ব্যবসায়ী আমানাতুল কে ১৪০ পিচ ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের ৩৬ (১) এর ১০ (ক) রুজু করে তাকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং ৯। তিনি আরও জানান, একই দিনে বিশেষ অভিযানে সি আর, জি আর ছাড়াও বিভিন্ন মামলার ২০ জন আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: