ময়মনসিংহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ
মো. নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। এছাড়াও প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে পক্ষ থেকে আলোচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রতি শ্রদ্ধা জানানো হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমূখ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়েশা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।